(ফরিদপুর – মধুখালী) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালদী গ্রামের কুমার নদীতে ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত। ১৫ তারিখ রোজ মঙ্গলবার বিকাল ৫ টায় কুমার নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ভেলা বাইচ, নৌকা বাইচ এর মতই জনপ্রিয় একটি খেলা । খেলাটি সার্বিক দায়িত্বে ছিলেন মেহেদি হাসান ইমাম ও এমদাদুল হক মিলন। খেলায় বালিশ দিয়ে মারামারি, ভাটি ভাইজ এর মধ্যে সব থেকে আর্কষনীয় ছিল ভেলা বাইচ। এ খেলায় দশটি ভেলা নিয়ে বাইচ অনুষ্ঠিত হয়। এদের মধ্যে মামা – ভাগিনা (প্রথম) গ্রাম কোরকদি , চাচা – ভাতিজা (দ্বিতীয়) গ্রাম খোদাবাজপুর এবং (তৃতীয়) মো: পারভেজ গ্রাম পরমানন্দপুর। প্রথম পুরষ্কার সাবে ছিল ২৪ ইঞ্চি কালার টিভি, দ্বিতীয় পুরস্কার একটি রাইচ কুকার এবং তৃতীয় পুরষ্কার একটা মোবাইল সেট। খেলাটির পরিচালক মেহেদি হাসান ইমাম বলেন, আমরা বিগত ৫ বছর যাবত এ অনুষ্ঠান করছি পরবর্তী বছরগুলোতে এর থেকে আরো বড় পরিষরে অনুষ্ঠানটি করব।