Monday , 25 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিজুর রহমান চৌধুরীর নিজ বাড়িতেই দাফন সম্পন্ন

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিজুর রহমান চৌধুরীর নিজ বাড়িতেই দাফন সম্পন্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার পুলিশ প্রশাসনের আহ্বানে মৃত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিজুর রহমান চৌধুরী এর দাফনশনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১ ঘটিকায় সামাজিক দূরত্ব বজায় রেখে শিংরাউলী ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
করোনা আক্রান্ত হয়ে তিনি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর সোয়া বারটায় তিনি মৃত্যুবরণ করেন। চলমান করোনায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশের সম্মুখযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার (চুক্তিভিত্তিক) মোঃ আজিজুর রহমান চৌধুরী, বিপিএম। তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পলিটিক্যাল শাখায় কর্মরত ছিলেন। 
মোঃ আজিজুর রহমান চৌধুরী ১৯৫৯ সালের ১ মে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নন্দ নগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman বইটি তৈরির কাজে যুক্ত ছিলেন। তিনি ১৯৮২ সালের ১ জানুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। স্পেশাল ব্রাঞ্চে যোগদান করেন ২০০২ সালের ২৭ আগস্ট। ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন। সিক্রেট ডকুমেন্ট প্রণয়নের কাজে বিশেষ পারদর্শীতার কারণে সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ করে।

About Syed Enamul Huq

Leave a Reply