কুষ্টিয়া প্রতিনিধি :- কুষ্টিয়া দৌলতপুরে র্যাবের বিশেষ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী তার ২ সহযোগীসহ মোট ৩ জন ১৫৬ বোতল ফেন্সিডেলসহ গ্রেফতার। র্যাব জানায়,র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গত ১০ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ বিকেল আনুমানিক দুপুর ১:৩০ মিনিটের সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন খাসমথুরাপুর স্কুল বাজার রোডস্থ হানিফ অটো সার্ভিস এর সামনে পাঁকা রাস্তার উপর’’ গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫৬ বোতল,ফেন্সিডিল ০৩টি,মোবাইল ফোন ০৬টি সীমকার্ড ০১টি মোটরসাইকেল- ও নগদ-৩০০/- টাকা সহ আসামী ১। মোঃ আবু হানিফ (৪৫), পিতা-মৃত নুরু মিয়া, সাং-খাসমথুরাপুর স্কুল বাজার পাড়া, ২। মোঃ জনি ইসলাম (২২), পিতা-মোঃ রবি মোল্লা, সাং-খাসমথুরাপুর, ৩। মোঃ চঞ্চল হোসেন (২৫), পিতা-আঃ রাজ্জাক, সাং-দারের পাড়া, উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদের’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের’কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।