বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের বোয়ালমারীউপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত কুটির খালবন্দবস্ত না দিয়ে জনগনের জন্য উন্মুক্ত রাখার দাবী জানিয়ে গত রোববারফরিদপুর জেলা প্রশাসক বরাবর দুটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগথেকে জানা যায়, কুটির খালে প্রতি বছর ভেসাল দিয়ে মাছ মারা হয়। ভেসালদেয়ার কারনে অত্র এলাকার সাধারন মানুষ খাল থেকে মাছ ধরতে পারে না। এ বছরসাধারন মানুষের জন্য খালকে উন্মুক্ত রাখতে জনগনের পক্ষে পোয়াইল গ্রামেরবাসিন্দা জামাল মাতুব্বর ও দূর্গাপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য ফরহাদশিকদার জেলা প্রশাসক বারাবর লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে ফরহাদ শিকদারও জামাল মাতুব্বর বলেন, কুটির খালটি বন্দবস্ত দিলে ওই এলাকার মানুষ মাছধরতে পারে না। যারা বন্দবস্ত নেয় শুধু তারাই মাছ ধরেন। তাই এলকাবাসীচাচ্ছে এবছর খালটি উন্মুক্ত থাকুক। যাতে এলাকার সবাই মাছ ধরতে পারে।