আকরামুজ্জামান আরিফ : প্রতি শুক্র ও শনিবার সকাল ৭টা হতে ১টা পর্যন্ত রাসায়নিকমুক্ত কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার নিকট বিক্রীর জন্য জেলা পর্যায়ে কৃষকের হাটের উদ্বোধন করা হয়েছে। নিরাপদ সবজি ভোক্তার মাঝে পৌছে দিতে এই ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসন কৃষি সম্প্রসারণ ও কৃষি বিপণন অধিদপ্তর।
আজ মঙ্গলবার সকাল ৯টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর মাঠে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রান্তিক কৃষকের উৎপাদিত নিরাপদ সবজি নিয়ে ও কৃষকের হাটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহার,উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী প্রমুখ।