Monday , 25 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জেনারেল দত্তের মরদেহ আসছে সোম বা মঙ্গলবার
--ফাইল ছবি

জেনারেল দত্তের মরদেহ আসছে সোম বা মঙ্গলবার

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ বর্ডার গার্ড (অধুনালুপ্ত বাংলাদেশ রাইফেলস্)-র প্রতিষ্ঠাতা মহাপরিচালক বীর উত্তম মেজর জেনারেল (অব:) সি. আর. দত্তের মরদেহ আমেরিকার ফ্লোরিডা থেকে দেশে ফিরিয়ে এনে তাঁকে সর্বোচ্চ সামরিক সম্মাননা ও যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্যানুষ্ঠানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেয়ার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী তাঁর বড় মেয়ে মহুয়া দত্ত, ছেলে চিরঞ্জীব দত্ত ও ছোট মেয়ে কবিতা দাশগুপ্ত কাতার এয়ারলাইন্সযোগে এবং কানাডা প্রবাসী মেজো মেয়ে চয়নিকা দত্ত ও তার স্বামী রণি প্রান্টিস এমিরেটস্ এয়ারলাইন্সযোগে আগামী ৩১ আগষ্ট সোমবার যথাক্রমে রাত ২টা ও সকাল ৯টায় ঢাকায় এসে পৌঁছবেন। জেনারেল দত্তের মরদেহ পরিবারের সাথে আনার চেষ্টা চলছে। তবে তা সম্ভব না হলে এমিরেটস্ এয়ারলাইন্স-এ এর পরদিন ০১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৬.৩০টায় ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

জাতীয় নাগরিক কমিটি গঠন
বীর মুক্তিযোদ্ধা জেনারেল দত্তের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপনার্থে সাবেক সেনাপ্রধান, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব:) কে. এম. শফিউল্লাহ্-কে আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক বুদ্ধিজীবী শাহ্রিয়ার কবীর-কে সদস্য সচিব করে ১০০১ সদস্যবিশিষ্ট এক জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply