সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
“দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্পদ দুই-মিলে” এই স্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
অভিবাসন প্রক্রিয়া প্রসারিত, সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করনার্থে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার আজ বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে এর আয়োজন করে উপজেলা প্রশাসন।
এতে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, শিক্ষক, ইমাম ও সাংবাদিকবৃন্দ।