নীলফামারী থেকে:
সামজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা জিটুজি প্রক্রিয়ায় সরাসরি ভাতাভোগীর হাতে পৌঁছানোর ক্যাশ ট্রান্সফার প্রক্রিয়ায় আধুনিকায়নের নিমিত্তে ভাতাভোগীদের এমআইএস অন্তর্ভূক্তি বিষয়ে নীলফামারীর ডোমার উপজেলায় দিনব্যাপি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টা হতে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোশারফ হোসেন, সহকারী পরিচালক নুসরাত ফারজানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, নারী ভাইস চেয়ারম্যান রওশন কার্নিজ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। কর্মশালায় সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, উদ্দ্যেক্তা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।