আন্তর্জাতিক ডেস্কঃ
পূর্ব লন্ডনের শর্ডিস হক্সটন এলাকার হাবারডাসার স্ট্রিটের একটি বহুতল ভবনের ৯ তলার জানালা দিয়ে পড়ে ২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টা ২০ মিনিটে খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স সার্ভিস সেখানে পৌঁছায়। তবে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
এই ঘটনায় হতবাক প্রতিবেশীরা জানিয়েছেন তারা চিৎকার শুনে বের হয়ে আসেন। তারা ঘরের জানালা খোলা এবং শিশুটির নিতর দেহ দেখতে পান।
পুলিশ শিশুর মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।
চলতি বছর ইংল্যান্ডে বহুতল ভবনের ফ্লাট থেকে পড়ে এরকম মৃত্যুর ৭ম ঘটনা এবং শুধু লন্ডনেই তৃতীয় ঘটনা।
হ্যাকনি কাউন্সিলের চার্লস গার্ডেনার কোর্ট নামক এই ভবনের ঝুর্কিপূর্ণ জানালাকে দায়ী করেন স্থানীয় বাসিন্দারা। এই ভবনে শিশুদের সুরক্ষা হুমকির সম্মুখিন বলেও সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। তারা জানালাগুলো দ্রুত পরিবর্তনের জন্য কাউন্সিলের প্রতি আহবান জানান।