কুষ্টিয়া প্রতিনিধি :- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গোরস্থান পাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের পুত্র মোঃ মিলন (৩৫) কে হত্যার উদ্দেশ্যে আচমকাভাবে তার শ্বশুর মেহেরপুর গাংনী উপজেলার পিত্তলা নওদা পাড়া গ্রামের মৃত জাহার বকশর ছেলে ইমতাদুল (৫৫) ও তার দুই ছেলে মিলন (৩০) ও নীলচাদ (২৬) মিলে হামলা করে। সুত্রে জানা যায়,জামাই মিলন দীর্ঘ দিন বিদেশ থাকায় তার স্ত্রী শিরীনা (৩০)’র নামে ব্যাংক একাউন্টে প্রায় ১৭-১৮ লক্ষ টাকা এবং ৭ ভড়ি স্বর্নালঙ্কার পাঠায়। সমস্ত টাকা এবং ৭ ভড়ি স্বর্নালঙ্কার তার স্ত্রী তার শ্বশুর এবং ২ শ্যালক মিলে আত্মসাৎ করে। পরবর্তীতে জামাই মিলন দেশে ফিরত এসে তার স্ত্রীর একাউন্টে পাঠানো টাকা এবং স্বর্নালঙ্কারের হিসেব চাইলে তার স্ত্রী বলেন তুমি তোমার বাবার সমস্ত জায়গা বিক্রি করে চলে আসো আমার বাবার বাড়ি গাংনীতে এখানেই বাড়ি করবো। জামাই মিলন তার স্ত্রীর কথায় রাজি না হওয়ায় ১০ আগস্ট ২০২০ ইং তারিখে আনুমানিক ২ ঘটিকার সময় তার শ্বশুর এবং ২ শ্যালক মিলে পূর্ব পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে হাতে রামদা নিয়ে জামাই মিলনকে দৌলতপুরে এসে হামলা চালায়। জামাই মিলন হামলার শিকার হয়ে প্রানে বাঁচার উদ্দেশ্যে আত্মচিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে মিলনকে রক্ষা করে ও তার শ্বশুর এবং ছোট শ্যালককে আটকিয়ে ফেলে এবং তার বড় শ্যালক দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি তদন্ত নিশিকান্ত সরকারের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি বলেন,এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে যার নং ১৫ তারিখ ১১/৮/২০২০ ইং এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে।