অনলাইন ডেস্কঃ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। দেশে এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৪৩৮ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯০৭ জন।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে মৃতদের তালিকা প্রকাশ করে ডা. নাসিমা বলেন, ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগের ৭ জন, খুলনা বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ৮ জন, ময়মনসিংহ বিভাগের ৩ জন, রংপুর বিভাগের ১ জন এবং বরিশাল বিভাগের ২ জন করোনায় মারা গেছেন।
তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৬৬ জন। দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৩৭০ জন।