অনলাইন ডেস্কঃ ডুবে যাওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস ইয়র্কটাউনের ধ্বংসাবশেষ ঘেঁটে সম্প্রতি এক গবেষণা দল খুঁজে পেয়েছে এক আশ্চর্য আবিষ্কার—ধ্বংসস্তূপের ভেতরে একটি পুরনো ফোর্ড গাড়ি।মায়ামি হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) জাহাজ ওকিয়ানাস এক্সপ্লোরার গত ১৯ এপ্রিল ধ্বংসাবশেষটির স্থানের মানচিত্র তৈরির সময় এই আবিষ্কার করে। গাড়িটির নম্বরপ্লেটে আংশিকভাবে লেখা রয়েছে ‘শিপ সার্ভিস __ নেভি’, যা এর উপস্থিতি ... Read More »
