ধর্ম ডেস্ক: দাউদ (আ.)-এর মিহরাব খোলা আকাশের নিচে অবস্থিত টেম্পল মাউন্ট এসপ্লানেডের দক্ষিণ-পূর্ব কোণে স্থাপিত একটি মিহরাব। দাউদ (আ.) এই জায়গায় ইবাদত করতেন বলে মনে করা হয়। যেখানে সোলাইমান (আ.) ইন্তেকাল করেন আকসা প্ল্যাটফরমের পেছনের প্রান্তে অবস্থিত এই ভবন সেই জায়গা, যেখানে লাঠিতে হেলান দিয়ে ইন্তেকাল করেছিলেন সোলাইমান (আ.)। বর্তমানে এটি বালিকা বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। মারিয়াম (আ.)-এর কক্ষ আল-আকসার দক্ষিণ-পূর্ব ... Read More »
