Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
৯০ বছর গোপন থাকবে প্রিন্স ফিলিপের উইল
--ফাইল ছবি

৯০ বছর গোপন থাকবে প্রিন্স ফিলিপের উইল

অনলাইন ডেস্ক:

অন্তত ৯০ বছর গোপন থাকবে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের করা উইল। জানা গেছে, লন্ডনের হাইকোর্টের একজন বিচারক এই রায় দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাজপরিবারের মর্যাদা রক্ষায় এই উইল গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ৯৯ বছর বয়সে গত ৯ এপ্রিল উইন্ডসর প্রাসাদে মৃত্যু হয় প্রিন্স ফিলিপের।

বিচারক অ্যান্ড্রু ম্যাকফারলেন বলেছেন, এর আগে প্রিন্স ফ্রান্সিসের মৃত্যুর পর উইলের সঙ্গে ৩০টি খামও গোপন রাখা হয়।

ম্যাকফারলেন বৃহস্পতিবার প্রকাশিত এক রায়ে বলেছেন, সার্বভৌমত্বের মর্যাদা রক্ষার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এও বলা হয়, উইল গোপন করার আবেদনটি পরিবারের তরফে জানানো হয়েছে।

সর্বশেষ যার উইল গোপন করা হয়েছে তিনি হলেন রানি দ্বিতীয় এলিজাবেথের মা এলিজাবেথ এবং তার বোন প্রিন্সেস মার্গারেট।

৯৫ বছর বয়সী রানি এলিজাবেথ প্রায় ৭০ বছর একসঙ্গে জীবন কাটিয়েছেন প্রিন্স ফিলিপের সঙ্গে। ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে তিনি কোনো রাজা বা রানির সবচেয়ে দীর্ঘদিনের জীবনসঙ্গী ছিলেন।

সূত্র: ক্যামব্রিজ নিউজ।

About Syed Enamul Huq

Leave a Reply