Sunday , 27 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ
--সংগৃহীত ছবি

৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

অনলাইন ডেস্কঃ

আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৬ জানুয়ারি ২০০৯ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত দায়েরকৃত রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটির সুপারিশকৃত মামলাসমূহের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

সচিবালয়ে আজ রবিবার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটির ১২তম সভায় এই সিদ্ধান্ত হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ১২তম সভায় আরো ৫১৭টি মামলা প্রত্যাহার করার সুপারিশ করা হয়। এ নিয়ে গত চার মাসে মোট ৮ হাজার ৮৩২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এই কমিটি।

সভায় জানানো হয়, এসব মামলার প্রতিটিতে গড়ে কমপক্ষে ৫০ জন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় পাঁচ লাখ নেতাকর্মী এসব মামলার আসামি ছিলেন।

বর্তমানে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগে (সলিসিটর অনুবিভাগ, আইন ও বিচার বিভাগ, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, ঢোকা) বা solicitor.lawjusticediv.gov.bd ই-মেইলে সরাসরি আবেদন করেও মামলা প্রত্যাহার করা যাচ্ছে।

মামলার এজাহার ও অভিযোগপত্রের সার্টিফাইড কপি সংগ্রহে সমস্যা হলে মামলা প্রত্যাহারের আবেদনের সাথে এজাহার ও অভিযোগপত্রের ‘সার্টিফায়েড ফটোকপিও’ দাখিল করা যাবে বলে কমিটি সিদ্ধান্ত নেয়।

About Syed Enamul Huq

Leave a Reply