Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

৫৪৩ দিন পর স্কুলে শিক্ষার্থীরা, পরিদর্শনে জেলা প্রশাসক

মৌলভীবাজার প্রতিনিধি:
করোনা মহামারির ৫৪৩ দিন পর মৌলভীবাজারসহ দেশের স্কুল-কলেজ ও মাদরাসা খুলেছে। চিরচেনা প্রতিষ্ঠানগুলো আবারও মুখরিত হয়ে উঠেছে সেই চেনা রূপে। যেখানে শিক্ষার্থীরা আবার সশরীরে ক্লাসে অংশ নিচ্ছে আর শিক্ষকরাও পাঠদান করছেন। রোববার স্কুল খোলার প্রথম দিনে মৌলভীবাজারে শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি ও সরকারি গাইডলাইন মেনে পরিচালিত হচ্ছে কিনা তা দেখতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং বহুদিন পর শিক্ষার্থীরা স্কুলে আসায় তাদের পারস্পরিক মিথস্ক্রিয়ার ক্ষেত্রটি যেন সহজ হয় সে ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষকবৃন্দকে নির্দেশনা প্রদান করেন।  সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মোঃ মেহেদী হাসান ও উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান (মৌলভীবাজার সদর) উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply