Friday , 1 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

২৪ ঘন্টায় আক্রান্ত ও মৃত্যু নেই বরগুনার করোনা পরিস্থিতি

বরগুনা প্রতিনিধি:
বরগুনা জেলায় ২৪ ঘন্টায় কোন আক্রান্ত হওয়া এবং মৃত্যুর খবর পাওয়া যায়নি। বরগুনা সদর, আমতলী, তালতলী, বামনা বেতাগী ও পাথরঘাটা এ ৬টি উপজেলায় ২৪ ঘন্টায় কোন আক্রান্ত নেই। (৮ অক্টোবর ) শুক্রবার বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক খান মুহা সালামত উল্লাহ করোনা পরিস্থিতি সস্পর্কে জানান, জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯শ ১০ জনের। প্রাপ্ত নমুনার ফলাফল ২৪ ঘন্টায় ৩৮ জন । এ পর্যন্ত সর্বমোট ২৪ হাজার ৬শ ৭২ জন। ২৪ ঘন্টায় পজেটিভ নাই । এ পর্যন্ত পজেটিভ ৩৯শ ৩২ জন। ২৪ ঘন্টায় মৃত্যু নেই , জেলায় এ পর্যন্ত মৃত্যু ১শ ৯ জন। চব্বিশ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন ৫ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৭শ ৬৯ জন। হাসপাতালে সুস্থ্য হয়েছেন ৪শ ৭৯জন এবং বাড়িতে সুস্থ্য হয়েছে ৩২শ ৯০ জন। চিকিৎসাধীন আছে ৫৪ জন। হাসপাতালে ১, বাড়িতে ৫৩ জন । মোট পজেটিভ ৩৯শ ৩২ জন। পুরুষ ২৪শ ১৩ এবং মহিলা ১৫শ ১৯ জন। জেলায় পজেটিভ ৩৯শ ৩২ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় ১৮শ ৭৯ জন, আমতলী ৫শ ৬৬ জন, পাথরঘাটায় ৩শ ৮৬ জন, বেতাগীতে ৩শ ৯৬ জন ,বামনায় ৩শ ২৩ জন ও তালতলীতে ৩শ ৮২ জন। মৃত্যু ১শ ৯ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৪৯ জন, আমতলী ১২ জন, পাথরঘাটায় ১০ জন, বেতাগীতে ১৯জন ,বামনায় ১০ জন ও তালতলীতে ৯ জন । সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন ৩৬শ ৮৯ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় ১৫শ ৩৫ জন, আমতলী ৫শ ৫১ জন, পাথরঘাটায় ৩শ ৭১ জন, বেতাগীতে ৩শ ৭৬ জন ,বামনায় ৩শ ১৩ জন ও তালতলীতে ৩শ ৩০ জন।

About Syed Enamul Huq

Leave a Reply