অনলাইন ডেস্ক:
দেশের আকাশে কোথাও গতকাল বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ শুক্রবার রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল শনিবার থেকে শাবান মাস গণনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১৮ মার্চ (১৪ শাবান) শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত উদযাপিত হবে।
গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সভায় শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।
সূত্র: জাতীয় চাঁদ দেখা কমিটি