২০০৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী হত্যা করে জাপানের এক সাংবাদিককে। এরপর কেটে গেছে ১৫ বছর। এত দিন পর এসে ভাইয়ের ক্যামেরা ফেরত পেলেন বোন।
২০০৭ সালে সামরিক শাসনের বিরুদ্ধে বৌদ্ধ ভিক্ষুরা গণবিক্ষোভ শুরু করেন। ওই সময়ই হত্যা করা হয় জাপানের সাংবাদিক কেনজি নাগাইকোকে। খুব কাছ থেকেই তাকে গুলি করে হত্যা করা হয়। গুলি লেগে কেনজি রাস্তায় পড়ে আছেন এমন একটি ছবি গোপনে মিয়ানমারের বাইরে চলে যায়। তাতেই পুরো বিশ্ব সব জেনে যায়। যদিও মিয়ানমার সেনাবাহিনী এই ঘটনাকে দুর্ঘটনা বলছে।
সূত্র : ডয়চে ভেলে