Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
১৫৪ দিন অনশন, আকস্মিক মৃত্যু ঝুঁকিতে ফিলিস্তিনি বন্দি খলিল আওয়াদেহ
--সংগৃহীত ছবি

১৫৪ দিন অনশন, আকস্মিক মৃত্যু ঝুঁকিতে ফিলিস্তিনি বন্দি খলিল আওয়াদেহ

অনলাইন ডেস্ক:

কোনো অভিযোগ বা বিচার ছাড়াই আটক থাকার প্রতিবাদে, ১৫৪ দিন অনশনে থাকা ফিলিস্তিনি বন্দীর মুক্তির আবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের একটি সামরিক আদালত। ফিলিস্তিনি বন্দী খলিল আওয়াদেহের আইনজীবী এই তথ্য জানিয়েছেন।

ইসরাইল জানিয়েছে, চার সন্তানের জনক খলিল আওয়াদেহ (৪০) একজন জঙ্গি। তবে এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

তার পরিবার জানিয়েছে, অনশনের শুরুর পর থেকে কোনো খাবার খাননি তিনি। এর মধ্যে শুধু ১০ দিন ভিটামিন ইনজেকশন দেওয়া হয়েছে। দীর্ঘ দিন ধরে অনশনে থাকার কারণে তার শরীরে প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি দেখা দিয়েছে।

ভিটামিন ‘কে’ এর অভাব হলে রক্তপাত হতে পারে এবং ভিটামিন বি১ এর ঘাটতি থেকে রোগীর মাথা ঘোরা এবং মস্তিষ্কের ক্ষতি হয়। এর ফলে হতে পারে মৃত্যু।

এছাড়া রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাওয়া। বিভিন্ন ধরনের সংক্রমণ, লবণের সল্পতা বিশেষ করে পটাসিয়াম। অ্যারিথমিয়া এবং হার্ট অ্যাটাকসহ নানা হৃদযন্ত্রের জটিলতা হতে পারে। যা তার মৃত্যু ঘটাতে পারে।

সূত্র : প্যালেসটাইন নিউজ অ্যান্ড ইনফো এজেন্সি

About Syed Enamul Huq

Leave a Reply