ট্রেন লাইচ্যুত হওয়ারর ১৩ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি সিলেট-ঢাকা ও চট্টগ্রাম পথের রেল যোগাযোগ। উল্টে যাওয়া বগি দুটি ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ইঞ্জিনটি রেললাইন থেকে সরিয়ে পাশে রাখা হয়েছে। এখন রেললাইনে কাজ চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৭টায় ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ রাত ৮টার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন।
শনিবার (২০ মে) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ঝড়ে ট্রেন লাইনের ওপর গাছ উপড়ে পড়ে। দুর্ঘটনাকবলিত সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেল বিভাগ।
সূত্র: কালের কন্ঠ অনলাইন