Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু করবে  ভারত
--ফাইল ছবি

১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু করবে ভারত

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ ২০২২ সালের ১০ জানুয়ারি থেকে দেওয়া শুরু করবে ভারত। সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

জানা গেছে, ভারতে বুস্টার ডোজ প্রথমে দেওয়া হবে স্বাস্থ্যকর্মীসহ সম্মুখসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের। নতুন বছরের শুরুতেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদেরও টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন মোদি। সামনের বছরের ৩ জানুয়ারি শুরু হবে এই কর্মসূচি।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেছেন, করোনা এখনো পুরোপুরি চলে যায়নি। এর নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের খোঁজ মিলছে ভারতেও। এ পরিস্থিতিতে আমাদের করোনাবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।

মোদি আরও বলেন, ভারতের স্বাস্থ্য পরিকাঠামো পুরোপুরি তৈরি। ১৮ লাখ আইসোলেশন বেড ও লক্ষাধিক আইসিইউ বেড প্রস্তুত রয়েছে।

তবে মোদি তার বক্তব্যে সরাসরি বুস্টার ডোজ কথাটি উল্লেখ করেননি। তিনি বলেছেন, করোনার টিকার ‘সতর্কতামূলক ডোজ’-এর কথা। মোদি জানান, ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মীসহ সম্মুখসারির যোদ্ধা এবং একাধিক রোগে আক্রান্ত ষাটোর্ধ্ব ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শে টিকার অতিরিক্ত এই ডোজ দেওয়া হবে।

সূত্র: এনডিটিভি।

About Syed Enamul Huq

Leave a Reply