অনলাইন ডেস্ক:চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ভূমি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত মামুনুলের জামিন নামঞ্জুর করেন।
চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘হাটহাজারী উপজেলা ভূমি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নেতা মামুনুল হকের জামিন আবেদন করা হয়। আদালত মামুনুল হকের অনুপস্থিতিতে উভয় পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।’
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ মার্চ হাটহাজারী উপজেলা ভূমি অফিসে হামলা চালান হেফাজত ইসলামের নেতাকর্মীরা। ওই সময় তাঁরা ভূমি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের নাজির একরামুল হক সিকদার বাদী হয়ে হাটহাজারী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।সূত্র: কালের কন্ঠ অনলাইন