Thursday , 20 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
হাসিনাকে আ. লীগ নেতার গান শোনানোর অডিও ভাইরাল, বিএনপির বিক্ষোভ
--সংগৃহীত ছবি

হাসিনাকে আ. লীগ নেতার গান শোনানোর অডিও ভাইরাল, বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্কঃ

বরগুনার তালতলীতে আওয়ামী লীগের এক নেতার স্বরচিত গান শোনানোর অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তালতলী উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

গতকাল বুধবার (১৯ মার্চ) রাতে বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া বাজারে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ভারতে পালিয়ে যাওয়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনলাইনে বরগুনার তালতলী উপজেলার এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার স্বরচিত গান শোনান।

সেই অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি ফোরকান ফরাজির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার (১৮ মার্চ) রাতে ওই ফোনালাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফোরকানের বাড়িতে গিয়ে তাকে খুঁজতে থাকেন।

তালতলী থানা পুলিশের একটি সূত্র জানায়, ফোরকান ফরাজী গা ঢাকা দিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

ছড়িয়ে পড়া অডিওটিতে শোনা যায়, একটি অনলাইন সভায় কথা বলার সুযোগ পেয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের লেখা গান শোনাতে চান ফোরকান ফরাজী। অনুমতি পেয়ে তিনি গানটি গেয়ে শোনান।

পরে ভারতে পালিয়ে যাওয়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গানটির প্রশংসা করে টিকটকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।তালতলী উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ নেতার সঙ্গে শেখ হাসিনার একটি কল রেকর্ড ভাইরাল হওয়ার প্রতিবাদে বুধবার রাতে লাউপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।’

তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক মুঠোফোনে বলেন, ‘ফোরকান ফরাজীর এমন কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয়ভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ‘ফোনালাপ শোনার পর থেকে ফোরকান ফরাজীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

About Syed Enamul Huq

Leave a Reply