বরগুনার তালতলীতে আওয়ামী লীগের এক নেতার স্বরচিত গান শোনানোর অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তালতলী উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
গতকাল বুধবার (১৯ মার্চ) রাতে বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া বাজারে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ভারতে পালিয়ে যাওয়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনলাইনে বরগুনার তালতলী উপজেলার এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার স্বরচিত গান শোনান।
ছড়িয়ে পড়া অডিওটিতে শোনা যায়, একটি অনলাইন সভায় কথা বলার সুযোগ পেয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের লেখা গান শোনাতে চান ফোরকান ফরাজী। অনুমতি পেয়ে তিনি গানটি গেয়ে শোনান।
তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক মুঠোফোনে বলেন, ‘ফোরকান ফরাজীর এমন কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয়ভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ‘ফোনালাপ শোনার পর থেকে ফোরকান ফরাজীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’