শেরপুর প্রতিনিধি: শেরপুরে হাম-রুবেলা টিকা প্রদানের ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ আনওয়ারুর রউফ। এইসময় বক্তব্য রাখেন, নকলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ আক্রাম হোসেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল। এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১২ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত ওই ক্যাম্পেইনে জেলায় ৯ মাস থেকে ১০ বছর বয়সের ৩ লাখ ৭৩ হাজার ৮৮৫জন শিশুকে ৩ হাজার ৯০১ টি কেন্দ্রে হাম- রুবেলার টিকা দেয়া হবে। করোনা পরিস্থিতির কারণে টিকা দেওয়ার সময়সীমা ৬ সপ্তাহ করা হয়েছে।