যদি ইউক্রেনের একজন সেনাও বেলারুশ আক্রমণের শিকার হলেই রাশিয়ার সঙ্গে তারাও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত বলে হুমকি দিয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো।
এক সংবাদ সম্মেলনে লুকাশেঙ্কো বলেন, যদি ইউক্রেনের একজন সেনাও বেলারুশের ভূখণ্ডে প্রবেশ করে এবং আমার দেশের জনগণকে হত্যা করে তাহলে রাশিয়ার হয়ে বেলারুশের ভূখণ্ড থেকে আমি লড়াইয়ের জন্য প্রস্তুত।
তিনি হুঁশিয়ার করে বলেন, বেলারুশে আক্রমণ করলে এর প্রতিক্রিয়া হবে সবচেয়ে ভয়াবহ এবং যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করবে। রাষ্ট্র-চালিত বার্তা সংস্থা বেল্টা লুকাশেঙ্কোর সংবাদ সম্মেলন উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে।
সূত্র : বিবিসি।