Sunday , 24 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘হাফ ভাড়া নিয়ে ঝগড়া নয়, প্রজ্ঞাপন চাই’
--সংগৃহীত ছবি

‘হাফ ভাড়া নিয়ে ঝগড়া নয়, প্রজ্ঞাপন চাই’

অনলাইন ডেস্ক:

বাসে অর্ধেক ভাড়া (হাফ পাস) দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। আজ মঙ্গলবারও রাজধানীর বকশিবাজার মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা গণপরিবহনে হাফ পাসের জন্য প্রজ্ঞাপনের দাবিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। হাফ ভাড়া নিয়ে ঝগড়া নয়, প্রজ্ঞাপন চাই।

সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক ইসমাইল বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ পাসের জন্য প্রজ্ঞাপন দিতে হবে। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ২৫ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর নীলক্ষেতে শিক্ষার্থীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

দীপু নামে আরেক শিক্ষার্থী বলেন, ছাত্র এবং শ্রমিকরা প্রতিদিন ঝগড়া করছে। হাফ ভাড়া নিয়ে এসব ঝগড়া চাই না। এরকম ঝগড়া করে চলতে চাই না। সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে দাবি বাস্তবায়ন করুন।

এর আগে গতকাল সোমবার মোহাম্মদপুর সরকারি কলেজের দুই শিক্ষার্থীকে বাসে উঠতে না দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে সকাল ১০টায় মোহাম্মদপুরের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

About Syed Enamul Huq

Leave a Reply