অনলাইন ডেস্ক:
‘হাফ ভাড়া’র দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে এ ঘটনা ঘটে।
এ সময় শিক্ষার্থীরা ১০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভাঙচুরের পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন অনেক শিক্ষার্থী বাসে চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
এর আগে, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) হাফ ভাড়া না নেওয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। ওই সময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস প্রায় এক ঘণ্টা আটকে রাখে তারা।
পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। ভাঙচুরকৃত গাড়িগুলো সেখানেই আছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।