Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
হাওরে বেরী বাঁধ নির্মাণের দাবিতে সিলেটে হাওর উন্নয়ন পরিষদের মানববন্ধন

হাওরে বেরী বাঁধ নির্মাণের দাবিতে সিলেটে হাওর উন্নয়ন পরিষদের মানববন্ধন

সিলেট ব্যুরো চীফ: নির্ধারিত সময়ে হাওরে বেরী বাঁধ নির্মাণ না হওয়ায় আগামী বোরো ধান উত্তোলনে ক্ষতির কারণ হতে পারে সেই আশঙ্কায় হাওর উন্নয়ন পরিষদ সিলেট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হাওরে বাঁধ নির্মাণের দাবিতে এবং বৃহত্তর সিলেট বিভাগের বিদেশগামী কর্মীদের স্মার্ট কার্ড জনশক্তি অফিসের মাধ্যমে প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সোমবার (১লা মার্চ) দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে হাওরের বেরী বাধ নির্মাণ কাজ সম্পন্ন না হলে সিলেটের সর্বস্তরের মানুষ সহ হাওরবাসী কে সাথে নিয়ে কঠোর আন্দোলনে নামার কথাও জানান।এসময় বক্তারা বলেন বৃহত্তর সিলেট বিভাগের বিদেশগামী রেমিট্যান্স যোদ্ধাদের স্মার্ট কার্ড জনশক্তি অফিসের মাধ্যমে প্রদানের দাবি জানান।
হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরঞ্জিত বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খালেদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সিলেট জেলার অ্যাডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, বিএমবিএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনোরঞ্জন তালুকদার, মুক্তিযোদ্ধা ওয়াহিদ মিয়া, তোফায়েল আহমদ, সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মো: ইউসুফ সেলু, সিলেট জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, সদস্য সচিব মামুন চৌধুরী, আখলাকুর হোসেন, হামিদুল হক, সুরঞ্জন দাস প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply