Friday , 4 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
হলমার্ক কেলেঙ্কারি : তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন
--ফাইল ছবি

হলমার্ক কেলেঙ্কারি : তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন

অনলাইন ডেস্কঃ

গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ নয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডবিধির ৪০৯ ধারার অধীনে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে তানভীর ও জেসমিনকে ৫ কোটি টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাসেম মঙ্গলবার এ রায় দেন।

যাবজ্জীবন পাওয়া অন্য আসামিরা হলেন, মো. সাইফুল হাসান, মোহাম্মদ আব্দুল মতিন, তুষার আহমেদ, মীর জাকারিয়া, মো. সাইফুল রাজা, মো. আব্দুল মালেক ও মো. তসলিম হাসান।

এ মামলায় প্রথম দফায় রায় ঘোষণার জন্য গত ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য ছিল। তবে সেদিন মামলাটি রায় থেকে উত্তোলনপূর্বক ফের দুজনের সাক্ষ্যগ্রহণের আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম।

সেই আবেদন মঞ্জুর করে ৪ মার্চ দুজনের সাক্ষ্যগ্রহণের দিন রাখা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply