হবিগঞ্জ থেকে: হবিগঞ্জের নবীগন্জে বাল্য বিয়ের অভিযোগে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।জানা যায় যে,গত শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার পশ্চিম ভাকৈর ইউপির সোনাপুর গ্রামে বিয়ের আয়োজন ছিল। এ খবর পেয়ে উপজেলা কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন গিয়ে বিয়ে ভেঙ্গে দেন। বিয়ের বর হ্রদয় (২৫)ও কন্যা তন্বী (১৩)কে রেখে অভিবাবকগণ পালিয়ে যান।এসময় কন্যার নানা নেপাল দাশকে পেয়ে বাল্যবিবাহ নিরোধ ২০১৭আইন এর অপরাধে ২০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের জেল প্রদান করেন। উপস্হিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, থানার ওসি এবং স্হানীয় ইউপি চেয়ারম্যান।