বিএনপি’র রাজনীতি মিথ্যা ও হত্যার বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে তিনি বলেন, ‘বিএনপি যখন ৭৫ পরবর্তী সময় থেকে ক্ষমতায় এসেছিল তখন থেকে হত্যার রাজনীতি শুরু করে। হত্যা ও হত্যার পর মিথ্যা বলার রাজনীতি হচ্ছে তাদের আদর্শ।’
কসবার একটি বিদ্যালয়ে পুনর্মিলনী, কসবা ও আখাউড়ায় পশু মেলায় যোগ দিতে মন্ত্রী মহানগর প্রভাতী ট্রেনে করে এসে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নামেন। সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বক্তব্য রাখেন। পরে মন্ত্রী সড়ক পথে কসবার উদ্দেশে রওয়ানা হন।
মন্ত্রী বলেন, ‘আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে তারা। এসব তাদের আদর্শের মধ্যে লেখা আছে। তারা এটা ছাড়া কিছু করতে পারে না। আমরা বলতে চাই বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়ন দেখে নাই। রাজনৈতিক শান্তিও দেখেছে। এটা আমরা অব্যাহত রাখতে চাই।’ ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।
সূত্র: কালের কন্ঠ অনলাইন