Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনার পথে ২০ লাখের বেশি হজযাত্রী

হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনার পথে ২০ লাখের বেশি হজযাত্রী

ধর্ম ডেস্ক:

করোনা পরবর্তী বৃহত্তম হজের মূল আনুষ্ঠানিক কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যে অনেকে পবিত্র কাবাঘর তাওয়াফ করে মিনা অভিমুখে যাত্রা শুরু করেছেন। মসজিদুল হারাম থেকে সাত কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মিনায় তারা আগামীকাল সারাদিন ও সারারাত অবস্থান করবেন। পরদিন ৯ জিলহজ ফজর নামাজ পড়ে সেখান থেকে আরাফা প্রাঙ্গণে যাবেন সবাই।

এ বছরের শুরুতে বিধি-নিষেধ তুলে নেওয়ার ঘোষণার পর এটিই সর্ববৃহৎ হজ। গত ২৩ জুন পর্যন্ত বিশ্বের ১৬০টি দেশ থেকে ১৬ লাখ ২৬ হাজার পাঁচ শ হজযাত্রী সৌদি আরব পৌঁছেন। এবার ২০ লাখের বেশি মানুষ হজ পালন করতে মক্কায় জমায়েত হয়েছে।এ বছর আরাফার দিনের খুতবা বাংলাসহ ২০টির বেশি ভাষায় অনুবাদ করা হবে।

করোনার আগের বছর ২০১৯ সালে প্রায় ২৫ লাখ মানুষ হজ করেছেন। করোনা মহামারিরোধে ২০২০ সালে কঠোর বিধি-নিষেধের মধ্যে সৌদিতে বসবাসরত ১০ হাজার ও ২০২১ সালে ৬০ হাজার লোক হজ পালন করেন। ২০২২ সালে করোনবিধি মেনে বিশ্বের প্রায় ১০ লাখ লোক হজ পালন করেন।

 

About Syed Enamul Huq

Leave a Reply