Friday , 4 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিশিয়ান নিহত

সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিশিয়ান নিহত

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতায় সড়ক দুর্ঘটনায় মো. জহিরুল ইসলাম জহির (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জহির লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাম বিদ্যুৎবিদ (ইলেকট্রিশিয়ান) হিসেবে কাজ করতেন। তিনি হাজিরপাড়া ইউনিয়নের হরিহরচক্র গ্রামের মৃত আবিদ মিয়ার পুত্র।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জোবায়েরুল হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি মো. মোশারফ হোসেন রিপন স্বজনদের বরাত দিয়ে জানান, সকালে জহির তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে পল্লী বিদ্যুৎ সমিতির চন্দ্রগঞ্জ জোনাল অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে চরচামিতা এবং হাজিরপাড়া এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মৃতদেহ সদর হাসপাতাল থেকে দুপুরে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি মোশারফ হোসেন রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সোহেল শোক প্রকাশ করেছেন।

About Syed Enamul Huq

Leave a Reply