অনলাইন ডেস্ক:
অতীতের যেকোনো সময়ের চেয়ে দেশের সড়ক-মহাসড়কের অবস্থা অনেক ভালো বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি ঈদে ঘরমুখো মানুষ থেকে অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান। আজ শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
তিনি আরো বলেন, এবার সড়ক অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো আছে।
গাজীপুরে সড়কে যে সংকট ছিল, এবার আর সেই সংকট থাকবে না। উত্তরবঙ্গের সড়কে ঈদের সময় যে সমস্যা হয়, সেটাও আমরা উত্তরণ করেছি। কাজেই সেখানেও কোনো সংকট হবে বলে মনে হয় না।
সেতুমন্ত্রী বলেন, পরিবহনের সবাই যদি সচেতন হন, রং সাইডে গাড়ি যদি না চালান, একটু ভিড় হলেই দেখা যায়, অনেকেই রং সাইডে চলে যান। রং সাইডে দু-চারটা গাড়ি গেলেই পুরো রাস্তায় যানজট লেগে যায়। যার যে দায়িত্ব সেটা যথাযথভাবে পালন করা হলে, এবারের ঈদ যাত্রা অনেকটাই ভালো হবে।
এ ছাড়া পথে যাত্রীরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন সেদিকে কঠোর নজর দিতে বিআরটিএ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দেন।
সূত্র: কালের কন্ঠ অনলাইন