স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের সঠিকভাবে বেড়ে উঠার পথ সুগম করতে হবে। রোধ করতে হবে বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধি। তাই বাল্যবিয়ে নয়, মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।
কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবদুল মান্নান বিপিএম (বার), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, সিনিয়র ডিরেক্টর (অপারেশন) চন্দন জেড গমেজ, ডিপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশন অরবান রুরুাল ক্লাস্টার মঞ্জু মারিয়া পালমা, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, বাকই (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আউয়াল আবুল।
এলজিআরডি মন্ত্রী বলেন, মাদক সমাজকে পঙ্গু করে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যুব সমাজকে রক্ষা করতে যে কোনো মূল্যে মাদককে রুখতে হবে। মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স উল্লেখ করে তিনি প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা এবং সঠিক পদক্ষেপের কারণে আজকে মেয়েরা নিরাপদ। তারা এখন নিরাপদে রাতের বেলায় একা একা রাস্তায় হাটতে পারে। গন্তব্যে পৌঁছনোর জন্য বাসের অপেক্ষায় সন্ধ্যার পর পুরুষদের পাশাপাশি মেয়েরাও লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায়। এতে গর্ববোধ হয়। কারণ মেয়েরা এখন পিছিয়ে নেই।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা মতিন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চট্টগ্রাম এরিয়া কোর্ডিনেশন আরবান রুরাল ক্লাস্টার সিনিয়র ম্যানেজার স্টিফেন হালদার রুবেন, ফিল্ড এডভোকেসী ও একাউস্টাটাবিলিটি কো-অর্ডিনেটর মো. জামাল উদ্দিন, লাকসাম এপি ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও প্রমূখ।