গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরে চান্দনা চৌরাস্তা কাঁচামাল আড়ৎ মালিক সমিতির উদ্যোগে, করোনা নিয়ন্ত্রণে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১১টায় গাজীপুর মহানগরের চান্দনার কাঁচামাল আড়ৎ মালিক সমিতি এই মাস্ক বিতরণ করেন।
করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। তাই নিম্ন আয়ের মানুষের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এবং স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে গাজীপুর মহানগর চান্দনা চৌরাস্তা কাঁচামাল আড়ৎদার মালিক সমিতি গ্রুপের সভাপতি, বাংলাদেশ আওয়ামী মটর শ্রমিক লীগ গাজীপুর মহানগর সভাপতি জনাব মো: আব্দুস সোবহান সরকার, স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মধ্যে এবং কাঁচা বাজারের মূল গেটে ভিতরে প্রবেশকৃত সকল ক্রেতা ও বিক্রেতাদের মাঝে ১০ হাজার মাক্স বিতরণ করেন। তিনি সকলের উদ্দেশ্য বলেন আমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দুরত্ব বজায় রেখে চলব এবং সকলে মাস্ক ব্যবহার করব।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ সুলতান হোসেন মন্ডল সহ কাঁচা বাজার মালিক সমিতির সকল নেতাকর্মীরা সম্মিলিত হয়ে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।