আজ ঐতিহাসিক ১০ এপ্রিল। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র দিবস। বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালে আজকের এই দিনেই বাঙালি জাতি তার আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে সফল হয়েছিল।
এই দিনে গঠিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার।সত্তরের নির্বাচনে বিজয়ী জাতীয় এবং প্রাদেশিক পরিষদ সদস্যরা মিলিত হয়ে প্রবাসী সরকার গঠন করেন। স্বাধীন দেশের প্রথম সরকার গঠনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। পরে তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন সৈয়দ নজরুল ইসলাম।
সরকার গঠনের পর আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকেও অনুমোদন দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। মুজিবনগর সরকারের নেতৃত্বেই পরিচালিত হয় সশস্ত্র মুক্তিসংগ্রাম।
বিশ্ব জনমত গঠনেও সক্ষম হয়েছিল অস্থায়ী সরকার। মাত্র ৯ মাসে বাংলাদেশ হানাদার পাকিস্তানিদের দখলমুক্ত হয়।