Thursday , 3 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সৌদি আরবে ৫৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
--ফাইল ছবি

সৌদি আরবে ৫৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক:

এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৫৩ বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে মক্কায় ৪৫ জন, মদিনায় চারজন, মিনায় দুজন ও আরাফায় দুজন মারা যান। মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৪২ জন এবং নারী ১১ জন। সর্বশেষ গত শনিবার মোছা. মোজিরুন নেসা নামে এক নারী হজযাত্রী মারা যান।

এদিকে গত শনিবার মিনা থেকে মক্কায় ফেরার মাধ্যমে হজের আনুষ্ঠানিক সব কার্যক্রম সম্পন্ন করেছেন হাজিরা। হজের আগে যাঁরা মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করেননি তাঁরা এখন মদিনায় যাচ্ছেন।

এবার বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরব গেছেন এক লাখ ২২ হাজার ৮৮৪ জন। গতকাল সন্ধ্যা থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। আগামী ২ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমান, সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারের ৩২৫টি ফ্লাইটে করে হজযাত্রীরা দেশে ফিরবেন।

 

 

About Syed Enamul Huq

Leave a Reply