সেন্টমার্টিন বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার হাত থেকে এদেশের কোনো সম্পদ কারও কাছে বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ২০০১ সালে ক্ষমতায় থাকতে পারতাম।
আজ বুধবার দুপুরে তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্প্রতি সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।
তিনি এ সময় বলেন, এখনো যদি বলি যে, সেন্টমার্টিন দ্বীপ, আমাদের দেশ কাউকে লিজ দেব, তাহলে আমার ক্ষমতায় থাকার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা।
কিন্তু আমার দ্বারা সেটা হবে না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না। দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই।
আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা শান্তিপূর্ণ সহযোগিতায় বিশ্বাস করি’, স্পষ্ট জানিয়ে দেন সরকারপ্রধান, উল্লেখ করেন সরকারপ্রধান।
আন্তর্জাতিক পর্যায়ে অনুরোধ করছি। ঝগড়া বা যুদ্ধ করতে চাইনি। কারণ আমরা জাতির পিতার পররাষ্ট্রনীতিতে চলছি, সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়।
নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অপপ্রচার আরো হবে জানিয়ে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।