Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ 

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ 

কক্সবাজার প্রতিনিধিঃ

বেশ কিছুদিন যাবৎ মিয়ানমারের অভ্যন্তরে রাখাইন রাজ্যে  চলমান সংঘর্ষের কারণে কক্সবাজারের উখিয়া- টেকনাফ সীমান্তে আতঙ্ক বিরাজ করছে।  এমন পরিস্থিতিতে টেকনাফ-সেন্টমার্টিন  পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।গতকাল রোববার (০২ অক্টোবর) দুপুর ১২টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন  জাহাজ মালিকদের সংগঠন সি ক্রজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ। তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে আমরা টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। তবে বিকল্প উপায়ে চট্টগ্রাম ও ঢাকা থেকে জাহাজ চলাচল করবে।সি ক্রজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ বাহাদুর জানান, কক্সবাজার বিআইডব্লিউ ঘাট থেকে কর্ণফুলী জাহাজ সেন্টমার্টিন রুটে চলাচল করবে। ইতোমধ্যে পর্যটক মেলায় কর্ণফুলি জাহাজের শতভাগ বুকিং সম্পূর্ণ হয়েছে। তবে এখনো আমরা জাহাজ চলাচলের জন্য জেলা প্রশাসকের অনুমতি পাইনি। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এরফানুর হক জানান, অক্টোবরের শুরুতে সেন্টমার্টিনে জাহাজ চলাচলের কথা ছিল। এখনো জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়নি।  সিন্ধান্ত না আসা পযর্ন্ত টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে।এর আগে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে পর্যটন মেলা পরিদর্শনে এসে পর্যটন সচিব মোঃ মোকাম্মেল হোসেন জানান, টেকনাফ থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল আপাতত বন্ধ থাকবে।

About Syed Enamul Huq

Leave a Reply