সুনামগঞ্জ প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার ২০ সেপ্টেম্বর বেলা ১২ ঘটিকায় সুনামগঞ্জ পৌরসভার কালীবাড়ি সরকারি পুকুর, উপজেলা পরিষদ পুকুর, দেখার হাওর এবং ডিসি বাংলোর সরকারি পুকুরে কাতলা ও রুই মাছের পোনা মাছ অবমুক্ত করেন সুনামগঞ্জ সদর উপজেলা মৎস্য কার্যালয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪(চার) আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কেয়া চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, জেলা মৎস কর্মকর্তা সুনীল মন্ডল, ছাতক উপজেলা মৎস কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, সদর উপজেলা মৎস কর্মকর্তা প্রশান্ত দে প্রমুখ।
মৎস্য পোনা অবমুক্ত করাকালে গণমাধ্যমে জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল জানান, সুনামগঞ্জ সদরসহ জেলার বিভিন্ন উপজেলায় সরকারি পুকুরগুলোতে পর্যায়ক্রমে মৎস্য পোনা অবমুক্ত করা হবে। সরকারি প্রতিটি পুকুরে মৎস্য ভরপুর থাকবে।
আজ ৪০৩ (চারশত তিন) কেজি রুই ও কাতলা মাছের পোনা সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওর, উপজেলা পরিষদর পুকুর, ডিসি বাংলো পুকুর, এস পি বাংলো পুকুর এবং কিছু প্রাতিষ্ঠানিক পুকুরে পোনা অবমুক্ত করা হয়।