সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা বালি মহালের ইজারাদার ও জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম আহমদকে চাঁদাবাজী ও অপহরণের অভিযোগে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার সকালে শহরের হাসননগরস্থ সেলিমের বাসা থেকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গত সোমবার রাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা বালি মহালের ব্যবসায়ী অলিউর রহমানকে অপহরণের ঘটনায় মহালের ইজারাদার সেলিম আহমদ এর চাচাত ভাই মোরশেদসহ ১০ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় একটি অপহরণ ও চাদাবাজীর মামলা রেকর্ড করা হয় এবং মোরশদকে আটক করে পুলিশ। সেই মামলায় জড়িত থাকার অভিযোগে সেলিম আহমদকে আটক করে ডিবি পুলিশ। পরবর্তীতে তাকে সুনামগঞ্জ সদর থানার মাধ্যমে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হেলাল আহমদ এর আদালতে হাজির করলে জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে বুধবার রিমান্ডের শুনানীর দিন ধার্য্য করা হয়।