Saturday , 22 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে আ. লীগ-বিএনপি সংঘর্ষ
--ছবি ভিডিও থেকে নেওয়া

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে আ. লীগ-বিএনপি সংঘর্ষ

অনলাইন ডেস্কঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়নের পল্লীতে সামাজিক শিরনির আয়োজন নিয়ে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কয়েক দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা সুফি মিয়া ও বিএনপি নেতা নূর মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এই দুই নেতার নেতৃত্বে বিভক্ত হয়ে গ্রামবাসী সামাজিক আচারাদি পালন করেন। গত ২১ ফেব্রুয়ারি ওই গ্রামে পঞ্চায়েতি শিরনির আয়োজন নিয়ে আলোচনা হয়।

এর জেরে আজ শনিবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একই স্থানে শিরনির আয়োজনের ঘোষণা দেন দুই পক্ষ। দুই পক্ষের ডাকে তাদের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হন।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকরাম আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা প্রশমন ও সংঘর্ষের জেরে এখনো পুলিশ গ্রামে অবস্থান করছে। তবে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ। সংঘর্ষে আহত অন্তত ২০ জনকে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply