সুনামগঞ্জ প্রতিনিধিঃ
‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, বিআরটি ও সড়ক বিভাগের আয়োজনে শহরের ঐতিহ্যবাহী জাদুঘর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রাং এর সভাপতিত্বে ও বিআরটিএ মোটরযান পরিদর্শক শফিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, নিরাপদ সড়ক চাই এর সভাপতি মহিম তালুকদার, জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো: মোজাম্মেল হক প্রমুখ।