Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সিলেট রেলস্টেশন বন্ধ; ট্রেন চলবে কুলাউড়া ও মাইজগাঁও থেকে
--সংগৃহীত ছবি

সিলেট রেলস্টেশন বন্ধ; ট্রেন চলবে কুলাউড়া ও মাইজগাঁও থেকে

অনলাইন ডেস্ক:

সিলেট রেলস্টেশন প্ল্যাটফর্মে বন্যার পানি ঢুকে পড়ায় স্টেশনটি বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ জুন) সকাল থেকেই স্টেশন প্ল্যাটফর্মে পানি প্রবেশ করে। এতে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মুহিব উদ্দিন আহমদ শনিবার বিকেলে মুঠোফোনে বলেন, ‘সিলেট রেলস্টেশন বন্ধ থাকায় কুলাউড়া ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশন থেকে ট্রেন চলবে।

সিলেট রেলস্টেশনের মূল প্ল্যাটফর্মে পানি প্রবেশ করায় এই স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করতে পারছে না। তবে কুলাউড়া ও মাইজগাঁও স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেন চলাচল করবে। এর মধ্যে মাইজগাঁও থেকে চলবে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস এবং কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে চলবে উদয়ন পাহাড়িকা এক্সপ্রেস। আর সিলেটের মোগলাবাজার রেলস্টেশন থেকে চলবে কালনী এক্সপ্রেস। তবে ক্রসিংয়ের কারণে শিডিউল কিছুটা বিপর্যয় হতে পারে। ‘

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply