সিলেটের হজরত শাহপরান (রহ.)-এর মাজারে হামলার ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। হামলাকারীরা মাজারে অবস্থানরত ভক্তদের মারধর ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, গত রবিবার থেকে শাহপরান মাজারে বার্ষিক ওরস চলছে। ওরসকে কেন্দ্র করে যাতে অসামাজিক কোনো কার্যক্রম না হয় সে জন্য স্থানীয় ছাত্র-জনতা প্রতিদিনই নজরদারি করছিল। সেই ধারাবাহিকতায় গতকাল রাতেও তারা মাজারে তাদের নজরদারি চালাচ্ছিল। এমন পরিস্থিতিতে ওরসে আসা মাথায় লাল কাপড় বাঁধা একদল লোক বিনা উসকানিতে ছাত্র-জনতার ওপর হামলা চালায়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, হামলার ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা এখনো চিহ্নিত করা যায়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।