সিলেট ব্যুরো : সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে (১৮ জানুয়ারি) দিনব্যাপী চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এসময় মেডিসিন, শল্য, নাক-কান-গলা, চক্ষু, স্ত্রীরোগ ও দন্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন। সেনাবাহিনীর পক্ষ থেকে রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া ও ‘ফুল কোর্স’ ঔষধ বিতরণ করা হয়।
এছাড়াও জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট রোগীর জন্য আলাদা স্ক্রিনিং ও নিরাপদ দুরত্ব বজায় রেখে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।
এসময় ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, এডিএমএস কর্ণেল মাকসুমুল হাকিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় সেনা কর্মকর্তারা জানান, মানবকল্যানে সেনাবাহিনীর এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
একই সাথে, শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং করোনায় সচেতনতা বৃদ্দি ও মাস্ক বিতরণ করেন সেনা কর্মকর্তারা। চিকিৎসা ক্যাম্পের তত্বাবধানে ছিলো ১৭ পদাতিক ডিভিশনের ৯১ ফিল্ড এম্বুলেন্স।