অনলাইন ডেস্ক:
সিলেট নগরের উপকণ্ঠ কুমারগাঁওয়ে অবস্থিত ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার পর থেকে সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দীনমনি সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকে সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরহরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে বলেও জানান এই কর্মকর্তা।