ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার রাতে উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার জন্য মানবিক সহায়তা হিসেবে সরকার ড্রাই কেক, বিস্কুট, কম্বল, তাবু, ওষুধ এবং সোয়েটার পাঠিয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়। বাংলাদেশ বিমান বাহিনীর কার্গো জাহাজের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সিরিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে ৪২৮ প্যাকেট ড্রাই কেক (১১১০ কেজি), ৩৪৭ প্যাকেট ডাইজেস্টিভ বিস্কুট (৫৫৬ কেজি), ২৩ প্যাকেট কম্বল (১৩৮০ কেজি), ১০২ প্যাকেট তাঁবু (৪৪২৩ কেজি), ৪৪ প্যাকেট ওষুধ (৯৮০ কেজি) এবং ১৭০ প্যাকেট সোয়েটার (১৩০০ কেজি) রয়েছে।
সূত্র: কালের কন্ঠ অনলাইন